রংপুরের কাউনিয়ায় ছোট মানাস নদীতে খড়া জালে ধরা পড়ল ৭ কেজি চিতল মাছ ধরা পড়েছে।
কাউনিয়ায় মঙ্গলবার রাতে ছোট মানাস নদীতে সৌখিন মাছ শিকারীর খড়া জালে ধরা পড়ল ৭ কেজি ওজনের চিতল মাছ। মাছটি জালে ধরা পরার খবর ছড়িয়ে পড়লে নিমিষেই শত শত উৎসুক জনতার ভীড় জমে যায় মাছ টি এক নজর দেখার জন্য।
হারাগাছ ইউনিয়নের সোনাতন চীলমারী টারী গ্রামের বাসিন্দা সৌখিন মৎস্য শিকারী কাউনিয়া উপজেলার উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ লুৎফর রহমান লিখন বাড়ির পাশে মানাস নদীতে খড়া জাল পেতে মাছ ধরতে যায়।
মাছটি বাড়িতে নিয়ে এসে ওজন করে ৭ কেজি হয়। ছোট এ মানাস নদীতে ইতিপূর্বে এত বড় চিতল মাছ আর কখনো ধরা পড়েনি। সৌখিন মৎস্য শিকারী উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ লুৎফর রহমান লিখন বলেন বাড়ীর পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট মানাস নদীতে মাঝে মাঝে খড়া জাল পেতে মাছ শিকার করেন।
কিন্তু তার জালে ইতিপূর্বে এত বড় মাছ কোনদিন ধরা পড়েনি। পরে তিনি মাছ টি কেটে ভাগ করে নিকট আত্মীয় স্বজনদের মাঝে বন্ঠন করে দেন।
জানাগেছে উপজেলার হারাগাছ পৌর সভার পকি হাগার ব্রীজ হয়ে সারাই, হারাগাছ, শহীদবাগ, বালাপাড়া, কুর্শা ও টেপামধুপুর ইউনিয়নের ভিতর দিয়ে পীরগাছা উপজেলায় প্রবেশ করা স্বর্পিল আকাবাকা এ মানাস নদীটি বর্ষায় পানিতে ভরে যায় আর শুষ্ক মৌসুমে নদীর বুক জুড়ে ফসলের মাঠে ছেয়ে যায়।
সেই নালার মত চিকন মানাস নদী টি কে কিছু দিন আগে বরেন্দ্র প্রকল্পের আওতায় খনন করা হয়। মরা মানাস নদী টি ফিরে পায় নতুন করে প্রাণ। বর্ষায় ছোট মানাস নদী টি পানিতে ভরে যায়। সেখানে শত শত সৌখিন ও পেশাদার মৎস্য শিকারী জাল ফেলে মাছ শিকারে মেতে ওঠে।
Leave a Reply