নির্বাচনী দোয়া
-মতিন বাঙালি
নির্বাচনের সময় এলে
নেতারা যান মাজারে।
লাশের দোয়ার মূল্য অনেক
নির্বাচনের বাজারে ।
কবর থেকে ভোট পাঠাবে
লক্ষ, কোটি, হাজারে
নেতারা তাই সেজদা করেন
চিশতি এবং খাজারে ।
বিনা ভোটে পাস করেছি
কলকি এবার সাজা রে।
তুমি আমি মহাস্থানে
টানব সুখে গাঁজা রে।
Leave a Reply