সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন চিকিৎসাধীন মারা গেছেন।
এ ঘটনার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিক্ষোভ মিছিল করেছে নেতা-কর্মীরা।
বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান কবির। নিহত কবির হোসেন উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি।
তার মৃত্যুর সংবাদ প্রচার হওয়ার পর বিএনপির এক গ্রুপের নেতা-কর্মীরা এনায়েতপুর কেজির মোড় এলাকায় এসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় তারা দোষীদের শাস্তির দাবি করেন।
এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ মো. রওশন ইয়াজদানি জানান, মঙ্গলবার সন্ধ্যায় দুপক্ষের মারামারির ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন একজন মারা গেছে। নিহতের মরদেহ আনা হচ্ছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এ ঘটনায় থানায় অভিযোগ করেনি কোনো পক্ষ বলে জানিয়েছেন পুলিশ।
উল্লেখ, মঙ্গলবার (১৮মার্চ) বিকেলের দিকে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এঘটনা ঘটে। এতে করোনা বাজারে ইফতার মাহফিলের আয়োজক রওশন আলী মেম্বার ও চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজক আব্দুল করিম মোল্লা। এই দুই গ্রুপের দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষ হয়। এতে আহত হয় উভয় গ্রুপের অন্তত সাতজন।আধিপত্য ও নিজ নিজ অনুসারীদের প্রভাব বিস্তারে এ ঘটনায় একে অপরকে দোষারোপ করছেন বিএনপির দুই গ্রুপ।
Leave a Reply