মোয়াজ্জেম হোসেন আহবায়ক ও শাহজাদাকে সদস্য সচিব ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ঢাকা জেলা (দক্ষিণ) শাখা কমিটি গঠনকল্পে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিপির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ান।
আজ ২ অক্টোবর ২০২২ দক্ষিণ কেরানীগঞ্জে বিকাল ৪টায় মোঃ মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলাই এনপিপির মূল লক্ষ্য। স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও কোন সরকার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পারে নাই। এখনো শ্রমিক তার ন্যায্য মুজুরী পাচ্ছে না, বিনা চিকিৎসায়, অনাহারে, অর্ধাহারে অনেক লোক মারা যাচ্ছে। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধমূল্য মানুষের ক্রয়সীমার বাইরে। জ্বালানী মূল্যবৃদ্ধিতে মানুষ এমনিতেই দিশাহারা, তার উপর শুনা যাচ্ছে বিদ্যুতের মূল্য আবার বৃদ্ধি করার পায়তারা চলছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকারকে ফিরে আসার আহবান জানাচ্ছি।
তিনি আরো বলেন, এনপিপি একটি নির্বাচনমুখী দল। আমরা মনেকরি নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন সম্ভব নয়। অংশগ্রহণ ও সুস্ঠু নির্বাচনই গণতন্ত্র বিকাশের একমাত্র হাতিয়ার। আমরা মনেকরি ব্যালট বা ইভিএম যে পদ্ধতিতেই নির্বাচন হোক না কেন, ভোটারগণ যাতে ভোট কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পরিবেশ এবং বিশ্বস্ততা অর্জন করতে হবে নির্বাচন কমিশনকে। পরিবেশ তৈরী হলে আমরা অবশ্যই আগামী নির্বাচনে ৩০০ আসনেই নির্বাচন করব।
আগামী ১৯শে নভেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠেয় এনপিপির জাতীয় কাউন্সিল সফল করার লক্ষে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানিয়ে মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ান ঢাকা জেলা(দক্ষিণ) শাখার আহবায়ক কমিটি ঘোষণা করেন।
উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আহবায়ক হিসেবে মোঃ মোয়াজ্জেম হোসেন ও সদস্য সচিব হিসেবে ডাঃ শাহজাদা নির্বাচিত হোন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনপিপির ভাইস চেয়ারম্যান মোঃ আকতার হোসেন, যুগ্ম মহাসচিব এমাদুল হক রানা, সাংগঠনিক সম্পাদক সাহেব আলী হাওলাদার রনি, ইঞ্জিনিয়ার কে এম সামসুল আলম মিশুক, এনজিও বিষয়ক সম্পাদক ডাঃ আমীনুল ইসলাম, এনপিপির কেন্দ্রীয় নেতা ইন্তেখাব আলম, ।
ডাঃ এম এ জলিলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ এর সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সুমন,মোঃ মাসুম খান, মোঃ রনি, হাজী নজরুল ইসলাম,এ্যাড. মোঃ আঃ সিদ্দিক, শেখ মোঃ আঃ জলিল, মোঃ নূরুল ইসলাম, মোঃ নাছির উদ্দিন, শংকর বাবু, মোঃ জহিরুল ইসলাম, মোঃ দুলাল, মোঃ সেলিম, মোঃ মহিউদ্দিন, বিনয় বাবু, আঃ খালেক ভান্ডারী, মোঃ দিলিপ ঢালী, মোঃ কাওছার, শ্রী চৈতন্য, রনজিত, মোঃ আশরাফসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply