আম একটি সুস্বাদু ফল । আম পছন্দ করে না এমন লোক থুজে পাওয়া কঠিন।সারা পৃথিবীতে সমাদৃত একটি ফল। তাই একে ফলের রাজা বলা হয়। আমে আছে অনেক প্রয়োজনীয় উপাদান যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।
জেনে নিন>>খুব সহজে সংরক্ষণ করুন কাঁচা কিংবা পাকা আম
অনেকেই ভাবেন আম খেলে ওজন বেড়ে যাবে। কিন্তু বিশেষজ্ঞদের মতে এটি আসলে ফ্যাট, কোলেস্টরেল ও লবন মুক্ত একটি ফল। তবে আমরা যদি ক্যালোরি লেভেল এর বেশি খাই নিশ্চয়ই তা ভালো নয়। বরং নিয়ম মেনে খেলে এটি ওজনের ওপরে কোনো প্রভাব বিস্তার করে না।
পুষ্টিবিদেরা বলেন, কাঁচা বা পাকা দুই ধরনের আমই শরীরের জন্য ভালো৷ আম কাঁচা বা পাকা যে অবস্থায়ই থাকুক না কেন, শরীরের জন্য এর কোনো নেতিবাচক দিক নেই বললেই চলে। অনেক ক্ষেত্রে পাকা আমের চেয়ে কাঁচা আমের গুনাগুন অনেক বেশি।
জেনে নেই কাঁচা ও পাকা আমের নানান জানা ও অজানা গুনাগুণ-
আম ( কাঁচা পাকা)খেলে নিম্ন উপকার গুলো পাবেন- আরও জানুন>>সারা বছর লিচু সংরক্ষণ করে রাখার কৌশল
সংকলন করেছেন- সৈয়দা মোসলেমা বেগম
[…] প্রতিনিয়ত আমরা জানা অজানা অনেক খাবার খাচ্ছি। এসব খাবার খেয়ে অনেক সময় মরণব্যাধি রোগে আক্রান্ত হতে পারি ।এসব খাবারে থাকে বিষ ,থাকে মৃত্যুর আশঙ্কা । কিন্তু আমাদের অজ্ঞতার কারণেই না বুঝেই প্রায়ই এসব খাবার হজম করে যাচ্ছি।এসবের মধ্যে এমন কিছু খাবার রয়েছে যা প্রায় প্রতিদিন আমাদের খাবার মেন্যুতে থাকে। থাকে রান্না ঘরেও। তবে বিষাক্ত খাবারগুলো জানা থাকলে আমরা সচেতন হতে পারি।পারি বিষমুক্ত থাকতে । অবাক হওয়া বিষাক্ত এমন ২৯টি খাবারের তালিকা দেয়া হলো- ১. আলু: আলুর সহজলভ্যতা, শর্করা,দামও হাতের নাগালে আর নানা ধরনের খাদ্যদ্রব্য প্রস্তত করা যায় বিধায় বিশ্বব্যাপী আলুর চাহিদা ব্যাপক।তাই প্রতিদিনের খাদ্য তালিকায় আলু থাকে না এমন লোক খুব কমই দেখা যায়। তবে সবুজ দাগযুক্ত আলু শরীরের জন্য মারাত্বক ক্ষতিকর। এ ধরনের আলু অর্থনৈতিক বিবেচনায় নির্দিষ্ট সময়ের আগেই উত্তোলন করা হয়। এতে সোলানাইন নামক বিষাক্ত পদার্থ থাকে যা রান্না এবং পোড়ানোর পরও দূর হয় না। বিশেষজ্ঞরা বলেন, আলুর সবুজ অংশ ফেলে দেওয়া সবসময় নিরাপদ নয়। বরং এই ধরনের আলু ব্যবহার না করাই উত্তম। এছাড়া আলুর পাতা ও কান্ডে গ্লাইকো অ্যাল্কালয়েড থাকে। বাসায় অনেক দিন পর্যন্ত আলু রেখে দিলে এর মধ্যে গ্যাঁজ হয়ে যায়। এই গ্যাঁজে গ্লাইকো অ্যাল্কালয়েড থাকে যা আলোর সংস্পর্শে বৃদ্ধি পায়। এজন্য আলু সবসময় ঠান্ডা ও অন্ধকার জায়গায় রাখতে হয়। সবুজ ও গ্যাঁজ হওয়া আলু খেলে ডায়রিয়া, মাথাব্যাথা, এমনকি কোমায় চলে যেতে পারে। ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে। পড়ুন>> আমের গুণাগুণ […]