চাঁদপুর (মতলব উত্তর) থেকে আরাফাত আল-আমিন : আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড (মতলব উত্তর) সদস্য পদপ্রার্থী সরকার মোঃ আলাউদ্দিন সকলের দোয়া চেয়েছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডগুলো যথাযথভাবে বাস্তবায়ন করবেন ও দলমত নির্বিশেষে জনমানুষের সেবা করবেন। সাংবাদিকদের সাথে এক সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
সরকার মোঃ আলাউদ্দিন আরও বলেন, আমি ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত। কলেজ জীবনেই আমি ছাত্রলীগ করে আসছি। সেই থেকে ৩০ বছর ধরে আমি আওয়ামী লীগের সাথে রাজনীতি করছি। বর্তমানে ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে মানুষের সেবা করে যাচ্ছি। তাই সকলের কাছে আমার দাবী নিয়ে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হয়েছি। এর আগেও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলাম। দলীয় স্বার্থে তখন নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করিনি।
তিনি আরও বলেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করার লক্ষ্যে প্রার্থী হয়েছি। আল্লাহ যদি আমাকে সফলতা দেন তাহলে দলমত নির্বিশেষে আমি সকলকে নিয়ে কাজ করবো। সকল জনপ্রতিনিধি, জনগণ ও সুধী সমাজের মতামতের ভিত্তিতে সামাজিক কর্মকান্ড এবং মানুষের সেবা করে যাব। আমি সকলের সহযোগীতা চাই এবং সবাই আমার জন্য দোয়া করবেন।
Leave a Reply