সব ঠিক থাকলে আগামী কাল দক্ষিণ চব্বিশ পরগনার উত্তর কুসুম অঞ্চলের প্রধান গঠন করবে ভারতের জাতীয় কংগ্রেস।
এ যেন স্রোতের বিপরীতে গিয়ে বাজিমাৎ করতে চলেছে পশ্চিম বাংলা র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চল এর প্রধান গঠন করা নিয়ে।
কিন্তু ব্যাতিক্রম মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম। এই অঞ্চলে এবার পঞ্চায়েত নির্বাচনে মোট আসন হল ২৯টি। তার মধ্যে তৃনমূল দলের দখলে চলে যায় ১২টি আসন। এবং ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষে যায় ১১টি আসন। আই এস এফ এর পক্ষে যায় ৪টি আসন।
তার পর থেকে শুরু হয় কে হবে উত্তর কুসুম অঞ্চল এর প্রধান। কারণ তৃনমূল দলের ১২জন, সদস্য র মধ্যে মিল না থাকার কারণে সহজেই উত্তর কুসুম অঞ্চল এর দখল নিতে চলেছে ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক ব্লক সভাপতি ও প্রায়ত ভারতের জাতীয় কংগ্রেসের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জননেতা আবুল বাশার লস্কর এর স্ত্রী মাসকিনা মমতাজ বেগম।
তবে তার বোর্ড দখল করতে গিয়ে সমস্যা যাতে না হয় তার জন্য আগাম হাইকোর্টে রিট আবেদন করেন এবং হাইকোর্টে র বিচারপতি যাতে শান্তি তে বোর্ড গঠন করতে পারে তার জন্য ডায়মন্ডহারবার মহাকুমার পুলিশ প্রধানকে নির্দেশ দেন।
সবকিছু ঠিক থাকলে আগামী কাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চল ভারতের জাতীয় কংগ্রেসের দখলে চলে যাবে।
যা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ও পশ্চিম বাংলা র মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন হিসেবে থাকবে।।
Leave a Reply