অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পর থেকেই বিভিন্ন দাবিতে বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠনের আন্দোলনের মুখে রয়েছে সরকার চতুর্দিকে নানা শ্রেণি-পেশার মানুষের দাবি-দাওয়ার বিস্ফোরণ ঘটছে।
এসব দাবি আদায়ে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছেন তারা। সরকারি আমলা, ডাক্তার, শিক্ষক, শিক্ষার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী সংস্থাসহ বাদ যাচ্ছেন না শ্রমিকরাও।
তারা। প্রতিদিনই সচিবালয়, প্রেস ক্লাব, শাহবাগসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা অচল হয়ে পড়ছে। পরিস্থিতি থেকে উত্তরণে সব দাবি-দাওয়া শোনার জন্য প্রয়োজনে মন্ত্রণালয় বা সেক্টরভিত্তিক কমিটি গঠন করে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
দেশব্যাপী ব্যাপক গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ আগস্ট নোবেলজয়ী বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। এর পরই শেখ হাসিনা সরকারের বিগত ১৫ বছরের শাসনামলে বিভিন্ন সেক্টরে বৈষম্যের শিকার হওয়া নানা শ্রেণি-পেশার মানুষ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন।
বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের দমন-পীড়ন ও কঠোর নীতির কারণে এতদিন মুখ খুলতে পারেননি বঞ্চিত ও বৈষম্যের শিকার হওয়া মানুষ। ফলে তার পতন এবং নতুন সরকার দায়িত্ব নেওয়ায় তারা স্বস্তি পেয়েছে এবং প্রাণ খুলে বঞ্চনার কথা বলতে পারছেন। সরকারকে তাদের বঞ্চনার কথা শোনা উচিত। একই সঙ্গে দেশের চরম ভঙ্গুর ও বিপর্যস্ত অবস্থায় দায়িত্ব নেওয়ায় দাবি-দাওয়া পূরণে অন্তর্বর্তী সরকারকেও যথেষ্ট সময় দেওয়া উচিত।
সরেজমিন দেখা যায়, গত বৃহস্পতিবারও সকাল থেকে সচিবালয়ের প্রধান ফটকে পরিবার পরিকল্পনা সরকারি চিকিৎসক সমিতি অবস্থান নিয়ে বৈষম্যহীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর গঠন ও চিকিৎসকদের ন্যায্য দাবি আদায়ের জন্য মানববন্ধন ও বিক্ষোভ করছে। পাশেই ১৭তম শিক্ষক নিবন্ধনধারীরা পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ চেয়ে মানববন্ধন করেন।
তাদের দাবি করোনা মহামারির কারণে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হলেও চাকরিতে নিয়োগের বয়স শেষ হয়ে যাওয়ায় তারা আবেদন করতে পারেননি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। আর সচিবালয়ের ভেতরেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে অসংখ্য কর্মকর্তার আনাগোনা দেখা যায়। হাসিনা সরকারের আমলে নিজেদের বঞ্চিত ও বৈষম্যের শিকার হওয়া এসব কর্মকর্তা পদোন্নতি ও ভালো জায়গায় পদায়নের চেষ্টায় রয়েছেন।
এ ছাড়া বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের ব্যানারে তৎপর রয়েছেন ক্যাডারবহির্ভূত সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব ও উপসচিবরা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংগঠনের নতুন কমিটির প্রথম বৈঠক থেকে আগামীকাল রোববারের মধ্যে দাবি আদায়ের আলটিমেটাম দেওয়া হয়। বাংলাদেশ সচিবালয় (ক্যাডারবহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২৪ মোতাবেক পদোন্নতির দাবিতে আন্দোলন করছেন তারা।
একই জায়গায় বাংলাদেশ মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি। তাদের সামনেই বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের ব্যানারে অবস্থান নিয়ে নানা দাবিতে সরব ছিলেন কারিগরি শিক্ষার্থীরা।
গ্রাম পুলিশের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার দাবিতে সচিবালয়ের মূল ফটকের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন গ্রাম পুলিশের সদস্যরা। কয়েক গজ দূরত্বে বিসিএস মৎস্য ক্যাডারের কর্মকর্তারা, মৎস্য অধিদপ্তরের অধীন এনএটিপি-২-এর সম্প্রসারণ কর্মকর্তা (মৎস্য) কল্যাণ ফোরাম এবং মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন কর্মচারী কল্যাণ পরিষদ কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেন।
তারা মৎস্য অধিদপ্তরের অধীনে ইউনিয়ন প্রকল্প রাজস্ব বাজেটের আওতায় আনার দাবি জানান। তাদের পাশাপাশি চাকরি জাতীয়করণ এবং রাজস্ব বাজেটের আওতায় আনার দাবিতে কর্মসূচি পালন করেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা স্বেচ্ছাসেবী (মহিলা) দাবি বাস্তবায়ন পরিষদ, জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম -এ কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।
চাকরিতে পদোন্নতি বঞ্চনাসহ নানা বৈষম্য নিরসনের
দাবিতে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ বেতারের সব স্তরের কর্মকর্তা-কর্মচারী, নিজস্ব শিল্পী ও কলাকুশলীরা। মিরপুর-১২ নম্বরের পল্লবীর ডি ব্লকের অগ্রদূত খেলার মাঠ উদ্ধারের দাবিতে মানববন্ধন করে স্থানীয় বাসিন্দারা। চলমান এইচএসসি পরীক্ষা না নেওয়ার দাবিতে সোমবার মাইক ও রিকশা নিয়ে সব নিরাপত্তা বেষ্টনী উপক্ষো করে সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন বেশ কয়েকজন পরীক্ষার্থী। তাদের দাবির মুখে বাকি পরীক্ষাগুলো না নেওয়ার ঘোষণা দেয় মন্ত্রণালয়।
বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। অন্যদিকে মেধার মূল্যায়নে পরীক্ষা নেওয়ার দাবিতে পরদিন মঙ্গলবার প্রেস ক্লাবের সামনে আবার পাল্টা মানববন্ধন করেন বেশ কিছু পরীক্ষার্থী। এ ছাড়া রাস্তায় অটোরিকশা বন্ধের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন রিকশা শ্রমিকরা। এভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পর থেকেই বিভিন্ন দাবিতে বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠনের আন্দোলনের মুখে রয়েছে সরকার।
সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান কালবেলাকে বলেন, বিভিন্ন শ্রেণির মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, ক্ষোভ ও দুঃখ জমেছিল। তবে ১৬ বছরের এ যাতনা মাত্র ১৪ দিনের একটি সরকার সমাধান করে দিতে পারবে না।
কারণ, সব সেক্টরেই সরকারকে সংস্কার করতে হবে। এরপর একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। সরকারের হাতে অনেক কাজ।
সুশাসনের জন্য (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, একটি স্বৈরতান্ত্রিক সরকারের জাঁতাকলে দেশের মানুষ এতদিন পিষ্ট ছিল। তাদের দাবি-দাওয়া বা মতপ্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। এখন মানুষ প্রাণ খুলে কথা বলতে পারছে। শোষিত, বঞ্চিত ও বৈষম্যের শিকার হওয়া ব্যক্তিরা তাদের কথা তুলে ধরে নানা দাবি করতে পারছেন।
তবে মনে রাখতে হবে, এ সরকার বিপর্যস্ত অর্থনীতির একটি দেশের দায়িত্ব নিয়েছেন। সেজন্য তাদের যথেষ্ট সময় দেওয়া উচিত। এ সরকারকে অস্থিতিশীল করলে অভ্যুত্থানের অর্জন বৃথা যাবে। তথ্য সুত্র
Leave a Reply