সৃষ্টি ডেস্ক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫ জুন শনিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের ব্যবস্থাপনায় প্রাণিসম্পদ প্রদর্শনী/২০২১ অনুষ্ঠিত হয়েছে। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন এলডিডিপি প্রকল্প দিন ব্যাপী ভূরুঙ্গামারী সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। জেনে নিন>>সৌখিন পাখী কবুতর চাষ এতে প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী খোকন উপন্থিত ছিলেন। জেনে নিন>>লাভজনক উপায়ে বেগুন চাষ পদ্ধতি প্রদর্শনীতে ৩০ টি স্টলে বিভিন্ন জাতের গরু,ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শন করা হয়।উপস্থিত অতিথিরা সকল স্টল প্রদর্শন করেন এবং শ্রেষ্ঠ খামারীদের পুরুস্কার প্রদান করেন।
এ সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শামীমা আক্তার,ভেটেরেনারী সার্জন ডা: আব্দুল মমিন উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারন কর্মকর্তা এনামুল হক ও বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন । আরও জানুন>>মৌমাছি পালন ও পরিচর্যা
Leave a Reply