কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথর বোঝাই ড্রাম ট্রাক কেড়ে নিল এক মোটর সাইকেল আরোহীর প্রাণ। শনিবার বিকাল পৌনে ছয়টার দিকে ভূরুঙ্গামারী -সোনাহাট স্থলবন্দর সড়কের সোনাহাট রেল সেতুর পশ্চিম পাড়ে তালতলা চত্রার ব্রীজের নিকটে এই দূর্ঘনাটি ঘটে।
এতে আনিছুর রহমান আপেল (৩০) নামের এক মোটর সাইকেলে আরোহীর মৃত্যু হয়। মৃত আপেল হোসেন উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের তেলের পাম্প সংলগ্ন এলাকার আমির হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার (০৫ মার্চ) বিকালে আপেল হোসেন মোটর সাইকেল যোগে সোনাহাট থেকে বাড়িতে ফিরছিলেন। বিকাল পৌনে ছয়টার সময় সোনাহাট রেল সেতুর পশ্চিম পাড় তালতলা চত্রার ব্রীজের নিকট পৌছলে পিছন দিক থেকে একটি ড্রাম ট্রাক (রংপুর মেট্রো-ট- ১১০০১৭) পিছন দিক থেকে ধাক্কা দিলে তিনি মোটর সাইকেলসহ ট্রাকের নীচে চলে যান এবং মারাত্মক ভাবে রক্তাক্ত হয়ে আহত হন।
এসময় স্থানীয়রা আপেলকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করলেও ড্রাইভার কৌশলে পালিয়ে যায়ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং নিহতের লাশ প্রাথমিক সুরতহাল শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এখনও কেউ কোন অভিযোগ করেনি তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply