ভূরুঙ্গামারীর কালজানী নদীতে মাছ ধরতে গিয়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মৃত কিশোরের নাম আকরাম আলী(১৩)। সে শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা কাজিয়ার চর গ্রামের ইসরাফিল আলীর পুত্র।পারিবারিক সুত্রে জানাগেছে মৃগী রোগে আক্রান্ত আকরাম আলী বুধবার (১জুন) আনুমানিক ৩ টার সময় কালজানী নদীতে মাছ ধরতে যায়।
এ সময় তার মৃগীরোগের প্রকোপ বাড়লে নদীতে ডুবে মারা যায়। পরে সোহেল নামে এক গরুর রাখাল তার লাশ দেখতে পেয়ে আকরামের বড় ভাইকে সংবাদ দিলে তারা নদী থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কোন আপত্তি না থাকায় দাফনের অনুমতি প্রদান করে।ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান এ বিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে।
Leave a Reply