সিরাজগঞ্জের এনায়েতপুরে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে সিএনজির ওপর
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সামনে আজ সকাল ৯ টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। বিদ্যুতের খুঁটির টানার তারের সাথে পাথরবাহী ট্রাকের পিছনের সাথে বেজে যাওয়ায় বিদ্যুতের খুঁটির উপরের অংশ তিনটা ট্রান্সফরমারসহ বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়ে খুটির নিচে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশার ওপর পড়ে। সিএনজির ভিতর যাত্রি ও চালক না থাকায এই দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বিদ্যুৎ বিভাগের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়। বিদ্যুৎ কর্মী ও স্থানীয় এলাকাবাসী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং এলাকাবাসীকে বিদ্যুৎ থেকে সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন।
বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ার কারণে ওই এলাকায় বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, যত দ্রুত সম্ভব নতুন খুঁটি স্থাপন করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।
Leave a Reply