রৌমারীতে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামের রৌমারীতে বিশেষ অভিযানের মাধ্যমে ৫ কেজি গাঁজাসহ সুরুত আলী (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রৌমারী সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সুরুত আলী কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার গচি গ্রামের বাসিন্দা। তিনি বাচ্চু মিয়ার ছেলে। পুলিশ জানায়, সুরুত আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
গত তিন দিন ধরে রৌমারী থানার উদ্যোগে ধারাবাহিক মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। একই জায়গা থেকে এর আগেও বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার একটি কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। তবে পুলিশের এই বিশেষ অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি এনে দিয়েছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। সুরুত আলীর মতো মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে। আমরা একটি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছি এবং এ কাজে স্থানীয় জনগণের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।
এলাকার সাধারণ মানুষ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা মনে করেন, নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমে আসবে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও ব্যবসা প্রতিরোধে রৌমারী থানা পুলিশ বদ্ধপরিকর। ওসি লুৎফর রহমানের নেতৃত্বে এই অভিযান মাদক নির্মূলে একটি কার্যকরী পদক্ষেপ হিসেবে প্রশংসিত হচ্ছে। তিনি স্থানীয় জনগণকে মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত সুরুত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
Leave a Reply