রাণীশংকৈলে রাস্তা প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন
ঠাকুরগাওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজার হতে চেকপোস্ট বাজার পর্যন্ত ১০ কিলোমিটার ১২ফিট সরু পাকা রাস্তাটি ২৪ ফিটে প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
সোমবার(১৮ নভেম্বর) দুপুরে নেকমরদ বাজারের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্কুল কলেজের শিক্ষার্থী,ব্যবসায়ী,এলাকাবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সহ বিভিন্ন শ্রেনি পেশার ২ শতাধিক মানুষ অংশ নেয়।
মানববন্ধন বক্তারা বলেন,এ রাস্তাটি সরু হওয়ায় হাজার হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার চরম দুর্ভোগের শিকার হচ্ছে। তাই রাস্তাটি দ্রুত সম্প্রসারণের দাবি জানিয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।
Leave a Reply