ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার পরিষদ কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় চাষীদেরকে উন্নতমানের পাটচাষ, বীজ উৎপাদন ও আধুনিক পদ্ধতিতে পাটের আঁশ ছাড়ানো বিষয়ে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, পাটের সুদিন ফিরিয়ে আনতে পাট অধিদপ্তর বদ্ধপরিকর। সেজন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এবং পাট চাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে।
এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাটচাষী অংগ্রহণ করেন। পরে কৃষকদের প্রত্যেককে ১০ কেজি সার, ১ কেজি পাটবীজ ও একটি করে পাটের তৈরী ব্যাগ দেওয়া হয়।
Leave a Reply