রাজিবপুরে পারিবারিক পুষ্টি বাগান চাষিদের মাঝে বিনামূল্যে সবজি বীজ, সার ও ফলের চারা বিতরণ
রাজিবপুরে পারিবারিক পুষ্টি বাগান চাষিদের মাঝে বিনামূল্যে সবজি বীজ, সার ও ফলের চারা বিতরণ
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থায়নে এবং রাজিবপুর কৃষি অফিসের উদ্যোগে পুষ্টি বাগান চাষিদের মাঝে বিনামূল্যে সবজি বীজ, সার ও ফলের চারা বিতরণ করা হয়েছে।
২৯ ডিসেম্বর দুপুর ১২ টায় রাজিবপুর কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ৩৬ জন চাষির হাতে প্রায় ৫ হাজার টাকা মূল্যের কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া। তিনি পুষ্টি বাগান চাষিদের উদ্দেশ্যে বলেন, “সুস্থ জীবনের জন্য পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। পারিবারিক পুষ্টি বাগান থেকে একদিকে পরিবারের জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা সম্ভব, অন্যদিকে উৎপাদিত ফসল বাজারে বিক্রি করে আয় বৃদ্ধি করাও সম্ভব। আপনাদের এই উদ্যোগ আমাদের খাদ্য নিরাপত্তা অর্জনে সহায়ক হবে।”
কৃষি কর্মকর্তা আরও বলেন, “সরকার কৃষি খাতের উন্নয়ন এবং টেকসই খাদ্য উৎপাদনে বিশেষ গুরুত্ব দিচ্ছে। পুষ্টি বাগান চাষিদের সার্বিক সহযোগিতার জন্য আমরা সদা প্রস্তুত।”
এসময় উপস্থিত চাষিরা সরকারি এ সহযোগিতায় আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও উন্নত চাষাবাদে নিজেদের উৎসর্গ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, চাষিদের মাঝে যে উপকরণ বিতরণ করা হয়েছে, তার মধ্যে রয়েছে বিভিন্ন জাতের সবজি বীজ, ফলের চারা এবং প্রয়োজনীয় সার। এই উদ্যোগ চাষিদের পুষ্টিকর খাবার উৎপাদন এবং খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Leave a Reply