রংপুর মহানগর বিএনপির উদ্যোগে দুঃস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীত আক্রান্ত এসব মানুষ গরম কাপড় পেয়ে খুঁশি। শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে মর্মে দলীয় সূত্র জানায়।
আজ(১০ ডিসেম্বর) রাতে রংপুর মহানগরের ২৯, ৩০ ও ৩৩ নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে দুঃস্থ-অসহায়দের হাতে শীতবস্ত্র তুলে দেন-রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।
রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সাধ্যমতো শিতার্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি,পর্যায়ক্রমে।
অসহায় মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
Leave a Reply