বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতার বিরুদ্ধে গ্রুপিং ও মিথ্যাচারে অভিযোগ তুলেছেন এক বিএনপি নেতা। বৃহস্পতিবার বেলা ২ টার দিকে পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী মনিরুজ্জামানের বিরুদ্ধে প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে নানা অভিযোগ উত্থাপন করেন।
পড়ুন>>দেশের পাবলিক ৫৫টি বিশ্ববিদ্যালয়ের ১৩টিই শেখ পরিবারের নামে
দলের একজন দায়িত্বশীল নেতা ও মোরেলগঞ্জের সন্তান হয়ে প্রকৃত সত্য যাচাই না করে কাজী মনিরুজ্জামান স্থানীয় দলীয় গ্রুপিং ধরে রাখতে ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য এহেন নিন্দাজনক কাজটি করেছেন। এতে আমার ব্যক্তিগত ও দলীয় ভাবমুর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে।
শিকদার ফরিদুল ইসলাম আরও বলেন, বর্তমান রাজনৈতিক সংকটাপন্ন অবস্থায় দলীয় গ্রুপিংয়ের কারণে দলের ত্যাগী নেতা, নেত্রীদের সমাজে ও রাজনৈতিক মঞ্চে হেয় প্রতিপন্ন করার লক্ষে কাজী মনিরজ্জামানসহ যারা অপপ্রচারে লিপ্ত হয়েছে তারা ভিতরে ভিতরে দলের মধ্যে চরম অশান্তি, বিশৃংখলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। শীঘ্রই এর প্রতিকারের জন্য আইনের আশ্রয় নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে তাতী দল নেতা ডক্টর কাজী মনিরুজ্জামান বলেন, তিনি ফেসবুকে যেটা প্রচার করেছেন সেটা আরও ৩-৪ দিন আগে থেকে কয়েকজনের ফেসবুকে প্রচার হয়েছে। তা দেখে দলের স্বার্থে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে তিনি প্রচার করেছেন।
Leave a Reply