মানব জীবন -সামিরা রহমান
সবাই কিন্তু হেমলক পাতার নির্যাসে আত্নহত্যা করেনা।
বিষ খেয়ে, কিংবা গলায় দড়ি দেয়ার মতো আত্নহননের পথ বেছে নেয় না।
আত্নহত্যা করার ধরন সবার-ই আলাদা আলাদা।
কেউ তার প্রিয় অভ্যেসটা ত্যাগ করে।
কেউ পছন্দের খাবার খাওয়া ছেড়ে দেয়।
কেউ মানুষকে বিশ্বাস করা ছেড়ে দেয়।
কেউ’বা আবার মানুষ সঙ্গ ছেড়ে নিজেকে গুটায়।
কথায় কথায় হাসতে থাকা মানুষটা, যুগের পর যুগ না হেসেও একটা জীবন দিব্যি কাটিয়ে দেয়।
কারো কারো মন থেকে আস্থা আর ভরসার জায়গাটা চিরকালের জন্য ডিলিট হয়ে যায়।
জীবনকে ঘিরে রোজ রোজ স্বপ্ন দেখে, সে-ও একদিন স্বপ্ন দেখতে ভুলে যায়।
প্রিয় মানুষের কণ্ঠ টা শোনবার জন্যে অস্থির হয়ে ওঠা ব্যাকুল মন, একদিন ঠিকই সুনশান-নিস্তব্ধে নেতিয়ে পড়ে।
এই যে, এত এত ভালোবাসতে জানে মানুষ, মায়া ও ত্যাগ করতে পারে তাঁরা।
বহুকাল ধরে বুকের খাঁচায় পুষে রাখা পাখি টাকে- একনিমিষেই চিরতরে মুক্তি দিয়ে দেয় নিঃসংকোচে।
তবুও মানুষ নিজের মতো বাঁচে, বাঁচতে হয়!
হাজারো স্বপ্ন দেখা, হেসেখেলে মেতে উঠা কিছু মানুষ,
অকারণেই পৃথিবীর দোলাচালে পিষ্ট হয়।
কখনো বারুদের ন্যায় পুড়ে, কখনো বা মমের মতো গলে।
জগতের এইসব অসম হিসেবনিকেশের সঠিক হিসেব কেউই রাখেনি, রাখে না।
কেউ ভালোবাসা না পাবার আক্ষেপে কাঁদে।
আবার অতিরিক্ত ভালোবাসলেও কেউ কেউ খুব করে কাঁদায়…!
কারো প্রতি কোনো অভিমান, অভিযোগ ছাড়াই,
পাথর চাপা একবুক কষ্ট নিয়ে জীবনকে বয়ে বেড়ায় মানুষ।
সম্ভবত এরই নাম মানবজীবন!
পড়ুন>>আবু ইসহাক এর লেখা গল্প জোঁক
Leave a Reply