মনের ভিতরাত কব্বর – ইসমত আরা
এক কুটি বচ্ছর হয় তোমার মুকের আওকোনাও মুই না শুনং
কোন্টে আচেন,কেমন আচেন জানং না !
তোমাক দেকিবার বাদে,গালার স্বরকোনা শুনিবার বাদে
থাকি থাকি বুকখ্যান মোর হু হু করি ওটে।
আর কাঁহোয় নাই মোর নালিশ করিবার
বড় আক্ষেপ মনত নিয়া মনক বুঝিবার নাকচুং !
যাক্ মুই কোনদিন হ্যারেবার নাই চাং
তার সতে আইজ মোর পাহাড় সমান ফারাক হয়া গেইছে,
এলা মোর বুকের নদীটা উছলিয়া, চোখত ঝরির বাইষ্যা হইলেও
কাঁকোয় কবার নাপাং মোর খিবে কষ্ট হয়ছে–
কিন্তুক এই বাঁচি থাকা যে কতকোনা কষ্টের
তা জেবন জানিবে,
জানিবে এই মরি মরি বাঁচিবার মানে-
এলা গাত মোর ভাল কতাও সুইয়ের মতন বিন্দে
মাতার ভিতরাত খালি খালি নাগে।
তোমার সতে একনা কতা কবার মোনায়
কিন্তুক মোর তো সে সামর্থয় নাই
তোমার দামি সমায়লা কিনিবার,
তোমার মুখের আও কিনিবার
তোমার ভালবাসা কিনিবার
তারে তকনে মনের ভিতরাত একটা কব্বর খুঁড়ি থুনুং
যাতে করি জীবনের তামান দুঃখলাক দাফন করির পাং–
Leave a Reply