টাংগাইল জেলার মধুপুরের ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১৬ টি ল্যাপটপ চুরি হয়ে যায়।
চুরি হওয়া ল্যাপটপ গুলোর ১২টি ল্যাপটপ উদ্ধার করেছে । সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত ৭ জনকে আটক টাঙ্গাইল ডিবি পুলিশ।
পড়ুন>>শতভাগ বৃত্তি পাওয়ায় শিক্ষার্থীদের হেলিকপ্টারে ঘুরিয়ে অন্য রকম সংবর্ধনা
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ শে ডিসেম্বর ২০২২ ইং তারিখে মধুপুরের ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১৬ টি ল্যাপটপ চুরি হয়।
এই চুরির ঘটনার প্রধান আসামি ভুটিয়া গ্রামের লাল মিয়ার ছেলে মো:রেজাউল করিম (২১)সহ ঘটনার সাথে জড়িত মোট ৭জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ৬মার্চ সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।গ্রেফতারকৃতদের মধ্যে ইমরান ও মোক্তার বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।
অবশিষ্ট ল্যাপটপ উদ্ধার অভিযান অব্যাহত আছে। এই চুরির ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে গত ২৬/১২/২২ তারিখ মধুপুর থানায় অজ্ঞাত নামে এজাহার দায়ের করেন।
যার মধুপুর থানার মামলা নং ১৬। তারিখ ২৬/১২/২০২২ ধারা -৪৫৪/৩৮০ পেনাল কোড ।
পরবর্তীতে মাননীয় পুলিশ সুপার এর নির্দেশে মামলার তদন্তভার এস আই মো:মনির, টাংগাইল জেলা ডিবি ( উত্তর) এর উপর ন্যস্ত করা হয়।
Leave a Reply