কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নানা আয়োজনে দেশের প্রথম হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।
এই দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্প অর্পণ, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ আলোচনা সভা ও গুনিজনদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবরে আয়োজনে ১৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পন করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে শেষ হয়। এ র্যালীতে মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও উপজেলা প্রশাসন, শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
উক্ত অনুষ্ঠানে ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার রুহুল আমিন,অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার,বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান মন্ডল, জেলা পরিষদ সদস্য মাসুদা ডেইজি,উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ এবং সাবেক সহ কমান্ডার এটিএম শাহজাহান মানিক। বীরগাঁথা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন সাবেক কমান্ডার আব্দুল মজিদ সরকার। উপস্থিত বক্তারা রাষ্ট্রীয় ভাবে ভূরুঙ্গামারীকে দেশের প্রথম হানাদার মুক্ত এলাকা ঘোষণার দাবী জানান।
Leave a Reply