ভূরুঙ্গামারীতে আটককৃত ভারতীয় যুবককে ফ্লাগ মিটিং এর মাধ্যমে হস্তান্তর
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর ময়দান বিজিবি ক্যাম্প এলাকা থেকে দিনহাটা থানার দিঘলটারী গ্রামের মৃতঃ রফিকুল ইসলাম এর ছেলে হারুন মিয়া (২৩) নামের এক ভারতীয় যুবককে আটক করেছিল ময়দান সীমান্ত ফাঁড়ির দায়িত্বরত বিজিবি।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর (শুক্রবার) রাত আনুমানিক ৯ টার সময় বাঁশজানি বাজার এলাকায় সীমান্ত হতে ১০০ গজের মধ্য থেকে হারুন নামের এক ভারতীয় যুবককে আটক করেন মইদাম বিজিবি ক্যাম্পের টহলরত বিজিবি। ওই যুবককে শুক্রবার দিনগত রাত আনুমানিক দুইটার সময় পতাকা বৈঠক এর মাধ্যমে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সে তার আত্মীয়ের সাথে দেখা করতে আসছিল। সীমান্ত শুন্য লাইন হতে ২০-১০০ গজের মধ্যে তার বাড়ি হওয়ায়। যাচাই-বাছাই করে দেখা গেছে সে চোরাচালান বা অন্য কোন অপরাধের সঙ্গে জড়িত নয়।
এসব বিবেচনা করে তাকে ফ্লাগ মিটিং করে বিএসএফএর হাতে হস্তান্তর করা হয়।
Leave a Reply