কুড়িগ্রামের নাগেশ্বরী ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়ে সাবেক অধ্যক্ষ ও বতর্মান ভারপ্রাপ্ত অধ্যক্ষের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সাবেক অধ্যক্ষ মিজানুর রহমান বুলবুল মহোদয়ের নিয়োগ সংক্রান্ত জটিলতার বিষয়ে উক্ত প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ফারুক আহমেদকে ৪ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা আদেশ দেন।
এতে নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম হোসেন রাজু, শাহিদুর রহমান শাহিন ও এ কে এম হাসান সাজু, দুলালসহ কয়েকজন গুরুত্বর আহত হয়ে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
পরবর্তীতে ভিতরবন্দ কলেজের সামনে কুড়িগ্রাম কালিগঞ্জ সড়ক অবরোধ করে একটি মটর সাইকেলে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ করে।
এ বিষয়ে প্রভাষক হাফিজুর রহমান বলেন, অধ্যক্ষ মিজানুর রহমান বুলবুল লোকজন সহ কলেজে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাদে।
এ ব্যপারে সাবেক অধ্যক্ষ মিজানুর রহমান বুলবুল বলেন, আমি কলেজে প্রবেশের পর ফারুক আহমেদের ভাইয়েরা আমার এবং আমার ভাইদের উপর হামলা চালায়। এই মুহুর্তে মামলা করার কোন প্রস্তুতি নেই।
Leave a Reply