ভালোবাসার শক্তি -সামিরা রহমান
কয়েকগুচ্ছ বসন্ত পেরিয়ে গেলে একদিন তুমি বার্ধক্যে পৌঁছাবে।
সেদিন তোমার উত্তপ্ত যৌবনে বাঁধভাঙ্গা নদীর জোয়ার আর আসবে না।
তোমার স্বচ্ছ ডাগর চোখ জোড়া ঘোলাটে হয়ে যাবে,
প্রিয় ইচ্ছেগুলো অপ্রিয় হয়ে উঠবে।
তোমার সিগ্ধ-সবুজ পৃথিবীটা বড্ড ধূসর ধোঁয়াটে লাগবে।
যে আকাশের দিকে তাকিয়ে একদিন জোছনায় ভিজতে, সেদিকে দৃষ্টি রেখে খুব কাঁদতে ইচ্ছে করবে।
একদিন তোমার চশমার ফ্রেমটা মোটা হয়ে যাবে,
কাঁচের উপর কাঁচ জমবে, নাকের ডগায় আগের মতো বিন্দু বিন্দু ঘাম আর জমবে না,
মুক্তোর মতো চিক চিক করবে না।
অহংকার আর জেদের বসেই যে নোংরামি গুলোকে জীবনের অংশ হিসেবে বেছে নিয়েছো,
সেগুলো একদিন হেমলক বিষের মতো গলায় আটকে যাবে।
তিলে তিলে নির্মাণ করা ভালোবাসার স্থপতি ভেঙে-চুরে গুঁড়িয়ে দিয়েছো, নিজেকে বদলে নিয়েছো সুখী হবে বলে।
অভিরূপ, জানো তো?
কারো স্বপ্ন ভেঙ্গে কখনো সুখী হওয়া যায় না,
এটা বোধহয় তোমার জানা নেই।
যদি কোনোদিন একা হয়ে যাও।
জীবনের সুতোয় কখনো টান পড়ে,
তবে যৌবন ফুরিয়ে গেলে এসো…
শেষ জীবনটা না হয় গল্প করেই কাটিয়ে দেব!
জসীম উদ্দীনের কবিতা “নিমন্ত্রণ”
Leave a Reply