ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস পালিত
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার ১ নভেম্বর সকাল দশটায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা চত্বরে উপজেলা যুব উন্নয়ন অফিসার ললিত মোহন রায়ের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে “জাতীয় যুব দিবস” যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
পড়ুন>>কুড়িগ্রামে আগাম ৩০২ হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে শষা
দিবসটি উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সকাল সাড়ে দশটায় উপজেলা চত্বর থেকে একটি রেলি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলা জেলা চত্বরে এসে থামে।
এগারোটায় উপজেলা পরিষদ হল রুমে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন,সফল উদ্যোক্তা ও শ্রেষ্ঠ সংগঠনের ক্রেজ বিতরণ সনদ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারানুম।
আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা প্রেসক্লাবের মাহবুব হোসেন সরকার লিটু, ফুল সংগঠনের প্রতিনিধি জুলফিকার ,সকল উদ্যোক্তা মৌসুমী আক্তার।
উপস্তিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার কাওসার আলী,উপজেলা নির্বাচন অফিসার মাহাবুবা রহমান, বিআরডিবি অফিসার উম্মে কুলসুম, উপজেলা একাডেমিক মাধ্যমিক সুপারভাইজার আব্দুস সালাম, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমানসহ উদ্যোক্তা, বিভিন্ন সংগঠনের যুবরা।
Leave a Reply