কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ীতে ২৯ সেপ্টেম্বর শেষ বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় হতে একটি র্যালী বের করা হয়েছে। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে তিনকোনা মোড়ে এসে শান্তি সমাবেশ করে।
বিএনপি, জামাত, সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি, দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা, কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুব’লীগের সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার মহন্ত, স্বেচ্ছাসেবক লীগ ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক আব্দুল খালেক বসুনিয়া, যুগ্ন আহবায়ক একরামুল হক, সহ-যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলমসহ আর অনেকে।
এ সময় বক্তারা, ফুলবাড়ীতে জামাত-বিএনপি সন্ত্রাস নৈরাজ্য করলে কঠোর হস্তে দমন করার হুঁশিয়ারি প্রদান করেন।
Leave a Reply