বোরো ফসল রক্ষায় ১ যুগ পূর্বে তৈরি সুনামগঞ্জের তাহিরপুরের শমসার হাওরে বৈঠাখালী বাঁধে তৈরি করা হয় স্লুইচগেট। সেই স্লুইচগেট নির্মান হলেও নেই সুইজ। দায়িত্বশীলগন সঠিক ভাবে তৈরী না করায় এক ফসলী বোরো জমি নিয়ে দূর্ভোগে পরেছে হাজার হাজার কৃষক।
স্লুইচগেটটি মেরামতের দাবিতে শুক্রবার(১০ জানুয়ারি) দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাও বাজারে দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হাবিবুর রহমান হবি, মোহাম্মদ লায়েছ মিয়া, মনুর উদ্দিন, আনোয়ার হোসেন, নিজাম উদ্দিন, মোরশিদ আলম, লাল মিয়া, সুরুজ মিয়া,ফেনু মিয়া, আবুল কালাম, কামাল হোসেন, আল আমিন, হোসেন মিয়া, রেনু মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জানান,শমসার হাওরে ১৩ শত ৭০ একর জমিতে ১৫ গ্রামের ১ হাজারের অধিক জমি চাষাবাদ করে। ১৫-১৭ সালে পাহাড়ী ঢলের পানিতে সম্পূর্ণ বোরো ফসল পানিতে ডুবে যায়। প্রতি বছর এই স্লুইচগেট মেরামত করার জন্য দাবি জানালেও দায়িত্বশীল কতৃপক্ষ ব্যবস্থা করবেন বললেও কোনো কাজ হয় না।
১০ টি কপাটের মধ্যে ৫ টি নষ্ট হয়ে পরে আছে এক যুগেরও বেশি সময় ধরে। আমাদের দাবী বার বার উপেক্ষিত হচ্ছে আর আমরা হাজার হাজার কৃষক পাহাড়ি ঢলের পানিতে কষ্ট ফলানো বোরো ধানের ক্ষতির শিকার হচ্ছি। দ্রুত এই বিষয়ে প্রয়োজন পদক্ষেপ গ্রহণ না করলে কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন উপস্থিত কৃষকগণ।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, এই বিষয়ে খোঁজ খবর নিয়ে কৃষকদের স্বার্থে স্লুইচগেট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল কতৃপক্ষকে বললো যাতে দ্রুত পদক্ষেপ নেয়।
Leave a Reply