কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর নেহাল উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও যথাসময়ে পরীক্ষা শেষের দাবীতে এসএসসি পরীক্ষার্থীরা মানববন্ধন করেছে এসএসসি পরীক্ষার্থীরা ।বৃহষ্পতিবার(২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থী জাকিউল ইসলাম, মাহিন হাবীব, রাফিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।বক্তারা বলেন, পরীক্ষায় কোন প্রশ্ন ফাঁস হবেনা বলে শিক্ষামন্ত্রী কথা দিয়েছিলেন কিন্তু কার গাফিলতি ও দুর্নীতির কারণে ভূরুঙ্গামারীতে প্রশ্ন পত্র ফাঁস হলো তা দ্রুত খুঁজেবের করে করে আইনের আওতায় আনতে হবে। করোনা ও বন্যার পর প্রশ্ন ফাঁসের পর শিক্ষার্থী ও অভিভাবকদের শঙ্কা দূর করতে ১ অক্টোবরের মধ্যে স্থগিত পরীক্ষা গ্রহনের দাবী জানান সাধারণ পরীক্ষার্থীরা।
Leave a Reply