কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভূমি অফিস, কৃষি অফিস ও স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিশ্চিত করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র সংসদ এবং স্থানীয় জনতা। মঙ্গলবার দুপুরে নারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ বিক্ষোভ করেন তারা।
বৈষম্য বিরোধী ছাত্র সংসদ নারায়নপুর ইউনিয়ন শাখার সমন্বয়কের বক্তব্যে শাহ আলম, বেলাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও নুর আমিন মিয়া তাদের দাবী সমূহ উল্লেখ করে বলেন পরিবার ও স্বাস্থ্যকেন্দ্রে অনতিবিলম্বে এমবিবিএস ডাক্তার, ক্লিনিকের সেবা চালু, প্রেসক্রিপশন এর মাধ্যমে ওষুধ বিতরণ, জরুরী সেবায় স্পিডবোট এম্বুলেন্স চালু করতে হবে। ভূমি অফিসে দুর্নীতি ও দালালমুক্ত এবং তফসিলদার কৃর্তক আত্মসাৎকৃত ভুক্তভুগীদের টাকা ফেরত দিতে হবে।
নারায়ণপুর ইউনিয়নের জন্য বিএস কর্মকর্তা, কৃষি অফিসে পরিত্যক্ত বিএস কোয়াটার সংস্কার ও কৃষি সেবা চালু করতে হবে।
Leave a Reply