কুড়িগ্রামের নাগেশ্বরী নারায়নপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ জনগষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরী নারায়নপুর ইউনিয়নে শুক্রবার ৭ফেব্রুয়ারী রমজান আলীর সভাপতিত্বে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আলহাজ্ব সাইফুর রহমান রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাবেক উপজেলা সভাপতি নুর নবী দুলাল, সাবেক উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি হাসান হাফিজুর রহমান, নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, আব্দুল মালেক, প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন নারায়নপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণির কৃষকগণ।
Leave a Reply