নাগেশ্বরীতে ১৪ বোতল ফেন্সিডিলসহ আটক-২
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৪ বোতল ফেন্সিডিল সহ ২জনকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
বুধবার ২৫ডিসেম্বর বিকেল বেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ ২মাদক কারবারিকে আটক করে।
অভিযানের সময় নাগেশ্বরী থানার এসআই অপূর্ব বর্মন অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অভিযানে নাগেশ্বরী থানাধীন ১নং রামখানা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আস্কর নগর গ্রামস্থ জনৈক সাইফুর রহমানের বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হতে ১৪ (চৌদ্দ ) বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী চান মিয়ার ছেলে মোঃ এনামুল হক (৩৬), পিতা – মোঃ চাঁন মিয়া ও শাহাদ আলীর ছেলে মোঃ আব্দুস সালাম (৩৫) কে আটক করা হয়েছে।
আটককৃতদের উভয়ের সাং টেনারী পাড়া ১নং ওয়ার্ড কুড়িগ্রাম সদর। উক্ত বিষয়ে থানায় একটি মাদক মামলা করা হয়েছে। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।
Leave a Reply