কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা মৎস জীবী লীগ সভাপতি পলাশ চন্দ্র সরকার (৪৫) কে বুধবার সকাল নয় টায় নাগেশ্বরী থানা পুলিশ গ্রেফতার করেছে।
জানা গেছে গতকাল ৮ এপ্রিল বুধবার আনুমানিক সকাল নয় ঘটিকার সময় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রায়গঞ্জ ইউনিয়নের মেসার্স জুলেখা ফিলিং স্টেশন এর সামনে থেকে পলাশ চন্দ্র সরকারকে গ্রেফতার করে।
পলাশচন্দ্র সরকার রায়গঞ্জ গ্রামের রাজেন্দ্র সরকারের পুত্র।
উল্লেখ্য পলাশচন্দ্র সরকার বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সোনা আমলে। মৎস্যজীবী লীগ সভাপতি এর পথ বাগিয়ে নিয়ে প্রভাবশালী নেতার ভূমিকায় অবতীর্ণ হয়।
শুধু তাই নয় বিভিন্ন জলমহল ক্ষমতার অপব্যবহার করে ভোগ দখল করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার সাথে যোগাযোগ করলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে পলাশ চন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। ২৪ এর গণ আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সংক্রান্ত মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply