নাগেশ্বরীতে মহিদেবের প্রশিক্ষণ নিয়ে হতদরিদ্র ইতিমনির পরিবার এখন স্বাবলম্বী
কুড়িগ্রামের নাগেশ্বরীর ভিতরবন্দ ইউনিয়নের দোয়ালী পাড়া গ্রামের খাদিজা খাতুন এর মেয়ে দশম শ্রেনীর ছাত্রী ইতি মনি । মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি চাইল্ড নট ব্রাইড প্রকল্প (সিএনবি) এর মাঠ কর্মীর সহযোগিতায় সদস্য হয়ে ৪দিনের প্রশিক্ষণ গ্রহণ করেন। পরে মহিদেব প্রকল্পের আর্থিক সহায়তায় নিজেদের চেষ্টায় ইতি ও হতদরিদ্র পরিবার এখন স্বাবলম্বী। আগে শুধূ পরিবারের বাবার আয়ে সংসার চলতো অনেক কষ্টে।
পড়ুন>>তাহিরপুরের বিজিবি ও পুলিশের অভিযানে একটি লং রেঞ্জ শ্যুটিং রাইফেলসহ আটক-৩
ইতি মনি বলেন, বর্তমানে আমরা এখন মহিদেব এর পরামর্শ নিয়ে অনেক ভালো চলছি। মহিদেব আমাদের ১৭ হাজার টাকা দেয় সেই টাকা দিয়ে আমার বাবা ২টি ছাগল কিনে, আমাকে একটি সেলাই মেশিন কিনে দেয়। আমি প্রশিক্ষণ নিয়ে এখন নিজের জামা কাপড় সেলাই করি এবং গ্রামের মানুষের জামা কাপড় সেলাই করে টাকা ইনকাম করি। সেই টাকা দিয়ে আমার পড়া লেখার খরচ চলে।
ইতি মনির মা খাদিজা খাতুন বলেন, আমি আমার মেয়েকে লেখাপড়া পাশাপাশি তার দৈনন্দিন জীবনের আশা পূরন করতে পারছি। আমার মেয়ে যতদূর পর্যন্ত লেখাপড়া করতে চায় আমি করাব।
এ বিষয় পরামর্শ ও সহযোগিতা করার জন্য প্লান্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশের চাইল চাইল্ড নট ব্রাইড প্রকল্প ও মহিদেবের সহযোগিতা ও পরামর্শ পেয়ে আমাদের দৃষ্টির পরিবর্তন হয়েছে।
আমরা স্বল্প আয়ের পরিবার এখন আমাদের পরিবারের আত্মবিশ্বাস জন্মেছে, আমরা আগের চেয়ে অনেক ভালো চলছি।
Leave a Reply