কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২৫ জানুয়ারি বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে হচ্ছে।
এবারের নির্বাচনে সর্বোচ্চ মনোনয়ন বিক্রির তথ্য জানান প্রধান নির্বাচন কমিশন খেলারভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক।
সভাপতি পদে নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান মনোনয়ন ক্রয় করেন।
সাধারণ সম্পাদক পদে ইস্ট রামখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল হক এবং ডায়নারপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন সরকার মনোনয়ন ক্রয় করেন।
এ ছাড়াও সিনিয়র সহ সভাপতি পদে কচাকাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান ও সুবলপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শফি মনোনয়ন ক্রয় করেন।
প্রধান নির্বাচন কমিশন ফজলুল হক বলেন, মনোনয়ন জমা ও গ্রহণ করার শেষ তারিখ ২জানুয়ারি ছিলো। শেষ তারিখে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ মোট ১৮টি মনোনয়ন বিক্রি ও জমা হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ অত্র নির্বাচনে অংশগ্রহণ করবেন।
নাগেশ্বরী উপজেলা শাখার ত্রি-বার্ষীক নির্বাচন/২৫ নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সভাপতি সিনিয়র সহ সভাপতি ও সাধারণ সম্পাদক মোট ৩টি পদে নির্বাচন হচ্ছে। ৮জানুয়ারি প্রার্থীদের
প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে, সভাপতি পদে কে এম আনিছুর রহমান ছাতা, মোঃ শহিদুল ইসলাম মোটর সাইকেল, সিনিয়র সহ সভাপতি মো: ফজলুর রহমান চেয়ার, আব্দুস সফিক মাছ, সাধারণ সম্পাদক মো: বেলাল হোসেন সরকার ঘোড়া, মো: রিয়াজুল ইসলাম বই প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন- জাগরণী বহুমুখী বালিকা বিদ্যাবিথী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম অতিরিক্ত সাধারণ সম্পাদক, সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, নারায়ণপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক, উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মিজানুর রহমান কোষাধ্যক্ষ, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
Leave a Reply