নাগেশ্বরীতে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস পালিত
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ উপ-শাখা কর্তৃক আয়োজিত গ্রাহক সেবা মাস পালিত হয়েছে।
“গ্রাহক আস্থায় ফিরবে দিন
দেশ গড়ায় অংশ নিন”
এই স্লোগান সামনে নিয়ে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় অত্র শাখায় গ্রাহক সেবা মাস পালিত হয়।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয়কে আটক করেছে বিজিবি
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ব্যাংক ভুরুঙ্গামারী শাখার ব্যবস্থাপক আকরামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী,
নাগেশ্বরী সরকারি কলেজের প্রভাষক আব্দুস সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি মাওলানা মকবুল হোসাইন, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, নাগেশ্বরী আলিয়া মাদ্রাসার প্রভাষক ড. মো. আব্দুর রহিম মুকুল, উপজেলা প্রশাসন জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।
ইসলামী ব্যাংক নাগেশ্বরী উপ-শাখার ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন অত্র শাখার সিনিয়র অফিসার শহিদুল ইসলাম, সঞ্চালনা করেন, সিনিয়র ফিল্ড অফিসার শামছুল হক।
Leave a Reply