নওগাঁর নিয়ামতপুরে কৃষি কাজ করার সময় বজ্রপাতে মারুফ হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৫ টার দিকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের পীরপুর গ্রামে বাবার সাথে জমিতে হাল চাষের কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই মারুফ মারা যায়। মারুফ হোসেন পীরপুর গ্রামের হারুনের ছেলে। খবর পেয়ে স্হানীয়রা ছুটে যান সেখানে।
এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে এক কিশোরের মৃত্যুর বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply