নওগাঁয় বন্ধুমিতালী ফউন্ডেশন সাড়ে ৫হাজার গ্রাহকের প্রায় ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ায় বন্ধু মিতালী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী(এমডি) নাজিম উদ্দীন তনুর গ্রেফতার ও টাকা ফেরতের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভুগি গ্রাহকরা।
পড়ুন>> সুনামগঞ্জে নতুন শহীদ মিনারের উদ্বোধন করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
মঙ্গলবার(১৯নভেম্বর) বেলা ১২টার সময় শহরের মুক্তির মোড় এলাকায় প্রায় ২শতাধিক গ্রাহকরা ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন।মানববন্ধনে ভুক্তভুগিরা জানান,নওগাঁ শহরের খাঁস-নওগাঁ পোষ্ট অফিস পাড়া এলাকায় গত কয়েক বছর থেকে বেসরকারী সংস্থা বন্ধু মিতালী ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান ঋণদান কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
গত ১২ নভেম্বর সংস্থার সব কার্যক্রম বন্ধ করে দিয়ে রাতের আধারে সাড়ে ৫হাজার গ্রাহকের প্রায় ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় সংস্থাটির পরিচালক ও চেয়ারম্যান। শত শত গ্রাহক প্রতিদিন সংস্থার প্রধান কার্যালয়ে গিয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।গ্রাহকদের পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
এ মানববন্ধনে বন্ধু মিতালী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী (এমডি) নাজিম উদ্দীন তনুর গ্রেফতারের দাবী জানানো হয়।
ভুক্তভুগি শারমিন আক্তার,এনামুল হক,আব্দুল জলিল,সামসুর রহমান নাসরিন আক্তার,মাসুদা,মুনসেরসহ অনেকে বক্তব্য রাখেন।
Leave a Reply