নওগাঁর মান্দায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহনকৃত জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মানের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসি।
আজ বেলা ১১টার উপজেলার জোতবাজার এলাকার উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয়রা বলেন, জোতবাজার এলাকার উত্তর পাশ দিয়ে পানি উন্নয়ন বোর্ডের পানি নিস্কাশনের ক্যানেল বন্ধ করে কয়েকজন প্রভাবশালীরা অবৈধভাবে স্থাপনা নির্মাণের কারণে এর আশেপাশে বসবাসরত ২শতাধিক পরিবার বর্ষা মৌসুম ছাড়াও সামান্য বৃষ্টি হলে পানিবন্ধী হয়ে পড়ে।
এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোন সুরাহা মেলেনি। তাই অতি দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি নিস্কাশনের দাবি জানান স্থানীয়রা ।
Leave a Reply