দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে নির্বাচিত হলেন যারা
কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান বুলবুল আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা জলি নির্বাচিত।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার দৌলতপুরে চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন ৭৫-১ দৌলতপুর আসনের বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ¦ মোঃ রেজাউল হক চৌধুরীর ছোটভাই দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ চৌধুরী। তিনি আনারস প্রতিক নিয়ে পেয়েছেন মোট ৯৭২৮৯ ভোট। তার নিকটতম অপর প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আনিসুর রহমান ঘোড়া প্রতিকে পেয়েছেন মোট ৫৩৭৬ ভোট।
অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে মোঃ কামরুজ্জামান কামরুল টিউবওয়েল প্রতিক নিয়ে ৪৫৫৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্র্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ জাহেরুল ইসলাম তালা প্রতিকে পেয়েছেন ৪৩০৫৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ ইকফাত আরা জলি কলস প্রতিক নিয়ে ৫০১৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
তবে চেয়ারম্যান পদে অপর প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আনিসুর রহমান ভোট চলাকালীন সময়ে বেলা ৩টার সময় বিভিন্ন অনিয়ম, ভয়ভীতি প্রদর্শন, হামকি ধামকি, তার এজেন্টদের বের করে দেওয়া সহ তার প্রতিদ্বন্দি প্রার্থী বুলবুল আহমেদ এর প্রতি অভিযোগ এনে তার নিজস্ব ফেইসবুকে ষ্টাটাস দিয়ে নির্বাচন প্রত্যাহারের ঘোষনা দেন।
Leave a Reply