কুষ্টিয়ার দৌলতপুরে স্বামী-স্ত্রীকে বেঁধে বাড়ি থেকে গবাদিপশু লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত সদস্যরা ওই কৃষকের বাড়ি থেকে দুটি গরু ও একটি ছাগল লুট করে।
এলাকাবাসী জানায়, শুক্রবার গভীর রাতে একদল ডাকাত কৃষক মো. নজরুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী পারভিন আক্তারকে বেঁধে দুটি গরু ও একটি ছাগল লুটে নিয়ে যায়।
ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, রাতে একদল ডাকাত বাড়ি প্রবেশ করে আমাকে এবং আমার স্ত্রীকে বেঁধে দুটি গরু ও একটি ছাগল লুটে নেয়। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। দুর্বৃত্তরা আমাদের বেঁধে রেখে পশুগুলো নিয়ে চলে যাওয়ার পর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে আমাদের বাঁধন খুলে দেয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply