নওগাঁর সাপাহার উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
আজ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জামায়াত নেতা আব্দুল্লাহিল কাফির উপর অতর্কিত হামলার ঘটনায় সাধারণ জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণী -পেশার মানুষ। শহীদ আব্দুল্লাহিল কাফির জানাজা আগামীকাল সকাল ৯টায় সাপাহার উপজেলার কাওয়াভাষা গ্রামে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক ও দলীয় সূত্র নিশ্চিত করেছেন।
দূর্বৃত্তের হামলায় নিহত আব্দুল্লাহিল কাফির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা পশ্চিম এর আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, সেক্রেটারী নাজমুল হোসাইন, নওগাঁ জেলা পূর্ব জামায়াতের আমির খম আব্দুর রাকিব, সেক্রেটারি এ্যাডঃ আসম সায়েম ।
তিনি এমন নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং এরসাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শোকবার্তায় জেলা আমীর জামায়াত নেতা আব্দুল্লাহিল কাফির শাহাদাত কামনা করে আল্লাহ তায়ালার দরবারে দোয়া এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্যধারণের তাওফীক ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply