সিরাজগঞ্জের তাড়াশের রানীর হাট আঞ্চলিক সড়কে মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে সাতটার সময় তাড়াশ রানীর হাট আঞ্চলিক সড়কের বিনসাড়া আসানবাড়ির মাঝে মোটর সাইকেল আরোহীর গতিরোধ করে মোটর সাইকেলটি নিয়ে যায় ছিনতাইকারীরা।
এ সময় মোটরসাইকেল চালকের মাথায় পিছন থেকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এতে মোটর সাইকেল আরোহী মারাত্মক আহত হন। মোটর সাইকেল আরোহী নাইমুল ইসলাম ইমরান পাবনা জেলার সদর থানার নুরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
জানা গেছে, শনিবার রাত সাড়ে সাতটার দিকে তাড়াশ রানীর হাট আঞ্চলিক সড়ক দিয়ে পাবনার উদ্দেশ্যে যাওয়ার পথে বিনসাড়া আসানবাড়ির এলাকায় পৌছালে তিনজন ছিনতাইকারী পিছন থেকে ইমরানের মাথায় আঘাত করে মাটিতে ফেলে দিয়ে হিরো হ্যান্ক, মেট্রো ল- ৬৩৯৯৬২, দুইটি মোবাইল ও দুই হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহত ইমরানকে তাড়াশ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নাজমুল কাদের বলেন, ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। সড়কে টহল পুলিশ পাঠানো হয়েছে। আহত মোটর সাইকেল আরোহীকে তাড়াশ সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
Leave a Reply