তাড়াশে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা:গড়বে আগামীর শুদ্ধতা” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পড়ুন>> বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা
রবিবার সকালে এ উপলক্ষে এক মানববন্ধন উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রাণী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, এনজিও ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাক রাজু, তাড়াশ প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম, জয়িতা রুনা খাতুন প্রমূখ।
Leave a Reply