জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ওনার সহধর্মীনি শেরীফা কাদেরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
গার্লস স্কুল মোড়ে এক প্রতিবাদ সমাবেশ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট শাহীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, বালাপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আবু সাঈদ মন্টু, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান দুলাল, কুর্শা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মজিবর রহমান, হারাগাছ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহ মোঃ আবু ছালেক, টেপামধুপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আশরাফুল ইসলাম, উপজেলা জাতীয় যুব সংহতি আহবায়ক আব্দুর রহিম সদস্য সচিব আঃ রহিম খোকন প্রমূখ।
পরে মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।
Leave a Reply