জনতা আদর্শ উচ্চ বিদ্যালের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ।
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড় ছয়সূতী গ্রামে প্রতিষ্ঠিত জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় চত্বরে “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি” জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম।
এসময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. এ. কাসেম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান। উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো. ফরিদুল হাসান টুটুল, আবুল কাসেম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল বিউটি আক্তার, বাংলা বাজার আদর্শ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সৈয়দা নাছিমা আক্তার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও ৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. জাহের মিয়া।
এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেল আহমেদ ও ওমর ফারুক সানীর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ভূমি দাতা শামীম আরা শরীফ, আবুল বাশার টিপু, খোর্শেদআলম, আলী আকবর, গ্লোরিয়াস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নাদিম উল্লাহ, ভবানীপুর সোলাইমানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম হান্নান, ষোলরশি হাজী আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এছাড়াও মো. শামীম উদ্দিন হানিফ, ধুপাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, বড় ছয়সূতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে এলাহি, হাজারী নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিউলি আক্তার, ছয়সূতী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য মো. সিদ্দিক মিয়া, ৬নং ওয়ার্ড সদস্য মো. বিল্লাল মিয়া, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. গোলাপ হাজারী, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাফি উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক মো. বাক্কি মিয়া, মো. নজরুল ইসলাম, মো. মনির হোসেন নিদু ও বড় ছয়সূতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মো. সাত্তার মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. সলিম উল্লাহ, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম বিপ্লব, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক মো. মেজবাউল হক খোকা ও কুলিয়ারচর শাখার সাধারণ সম্পাদক মো.শামীম মিয়া প্রমূখ।
বক্তারা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম হাজী সিদ্দিক মিয়া ও তাঁর ছেলে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি অত্র বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মো. শরীফুল আলম সিআইপি’র প্রসংসা করে বলেন, বিদ্যালয়ের এত সুন্দর ও মনোরম পরিবেশে দেখে আমরা মুগ্ধ।
Leave a Reply