চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ধুলাউড়ি হাট হতে ২০১৭ সালের ১ জুলাই গুম হওয়া আরিফকে ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
পড়ুন>>শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে শিবপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সোমবার সকাল সাড়ে ১১ টায় গুম হওয়া আরিফুল এর স্ত্রী মোসাঃ মাজেরা বেগম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে জেলা প্রশাসকের কাছে স্বামীকে জীবিত অবস্থায় ফিরে পেতে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করেন, আরিফুলকে গত ২০১৭ সালের জুলাই মাসের ১ তারিখ আনুমানিক দুপুর আড়াই টার সময় কোচিং চলাকালীন সময়ে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে জোর পূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে জিডি করার জন্য বার বার থানায় গেলেও অভিযোগ নেওয়া হয়নি এমনকি আমাদের ও গুম করার জন্য হুমকি প্রদান করে। জেলা প্রশাসকের মাধ্যমে অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে স্বামী আরিফুলকে জীবিত ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে স্মারকলিপিতে অনুরোধ জানান।
Leave a Reply