গোদাগাড়ীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ফেন্সিডিলসহ একজন আটক হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে গোদাগাড়ী থানার ভাটোপাড়া গ্রামে এ অভিযান চায় ডিবি পুলিশ।
নগর পুলিশ জানায়, জেলার ডিবির এসআই (নিরস্ত্র) নাসিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ গতকাল শনিবার রাত ১০টা ৪০মিনিটে গোদাগাড়ী থানার বাইপাস মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।
তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ীর ভাটোপাড়া গ্রামের ফুলতলা ঘাটের হিমুর রাইস মিলের পিছনে দুইজন মাদকব্যবসায়ী ফেন্সিডিল বিক্রি করছে।
এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের ওই দল অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আব্দুল হালিমকে আটক করা হয়।
আটকের পর তার কাছে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। পরে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে।
Leave a Reply