সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুছ আলী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে পহেলা বৈশাখ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) দিনব্যাপী বৈশাখী উৎসবের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত এ উৎসব ছিল শোভাযাত্রা, বৈশাখী মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় পরিপূর্ণ, যা শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।
উৎসবের সূচনা হয় সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি বৈশাখী আমেজ ছড়িয়ে দেয় সর্বত্র।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ সেলিম রেজা। তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও জাতীয় চেতনাকে নবভাবে উদ্দীপ্ত করে। এই উৎসব শিক্ষার্থীদের মাঝে আনন্দ, মানবিকতা, সৌহার্দ্য ও দেশপ্রেমের বীজ বপন করে। আমাদের লক্ষ্য, এই প্রতিষ্ঠানকে শুধু পাঠদানের নয়, সংস্কৃতিচর্চারও এক প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলা।”
বৈশাখী মেলায় শিক্ষার্থীদের তৈরি হস্তশিল্প, ঐতিহ্যবাহী পিঠাপুলি, গ্রামীণ খেলনা, হ্যান্ডমেড গয়না, গৃহসজ্জার সামগ্রী ও চিত্রকর্ম স্থানীয় দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করে। মেলা প্রাঙ্গণ ছিল উৎসবমুখর এবং উচ্ছ্বাসে ভরপুর।
সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় লোকসংগীত, একক ও দলীয় নৃত্য, নাটক ও আবৃত্তি। অংশগ্রহণ করেন উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা । প্রত্যেকটি পরিবেশনা ছিল অত্যন্ত মনোমুগ্ধকর ও হৃদয়ছোঁয়া।
দিনের শেষ পর্বে আয়োজন করা হয় আকর্ষণীয় র্যাফেল ড্র, যেখানে পূর্বে বিতরণকৃত টিকিটের ভিত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই পর্বটি শিক্ষার্থীদের মধ্যে বিশেষ আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে। প্রধান অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন।
উৎসব শেষে অতিথিরা বলেন, “এ ধরনের সংস্কৃতিমূলক আয়োজন নতুন প্রজন্মকে আত্মমর্যাদাশীল, সৃজনশীল ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক। খাজা ইউনুছ আলী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”
পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন, বাংলা বিভাগের প্রভাষক মোঃ সবুজ রানা। এই উৎসব ছিল শুধুই এক দিনের আনুষ্ঠানিকতা নয় এ ছিল একটি অনুভূতির বহিঃপ্রকাশ, যা শিক্ষার্থীদের মনোজগতে স্থায়ী ছাপ রেখে যায়।
Leave a Reply