কুড়িগ্রাম পুলিশের ২৪ সদস্য মঙ্গলবার (৮সেপ্টেম্বর) করোনা ভাইরাসে আক্রান্তদের প্লাজমা দিতে রাজধানীতে গেলেন।এরা সবাই করোনা যুদ্ধে জয়ী । আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্স থেকে তাদের বিদায় জানান পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।
পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, করোনাকালে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত বিভিন থানায় জেলা পুলিশের ৪৭ জন সদস্য আক্রান্ত হয়েছেন।দুর্ভাগ্যক্রমে তারমধ্যে দু’জন পুলিশ সদস্য মৃত্যু বরণ করেন।
তিনি বলেন,করোনা থেকে মুক্ত রোগীদের শরীরের এন্টিবডি অন্য রোগীদের চিকিৎসায় ভালা ফল দেয় তাই প্লাজমা দাতা হিসেবে তাদেরকে রাজারবাগ পুলিশ লাইন্স এ প্রেরণ করা হলো।
হাজারো করোনা আক্রান্ত রোগীর জীবন বাঁচাতে জেলা পুলিশের করোনা জয়ী ২৪ জন সদস্য অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল উৎপল কুমার ও সদর থানার ওসি মাহফুজুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply